প্রেম-ভালোবাসা
সবই কি অলৌকিক?
ওহ
আমার মন,আমার দেহ
অথচ আমি, কিছুই জানিনা?
আমার দেহে, আমি ব্যর্থ?

আমার যা ছিল
দিয়েছিনু তোমায়
সবকিছু নিয়ে
নিঃস্ব করে গেলে আমায়?
দিয়েছিলে যা...
  নিয়ে নিতে পারো?
  লেখা কবিতা, গাওয়া গান যতো।
  খুঁজে দেখ না...
  পাবেনা কেউ আমার মতো।

  মুছে দিও না...
  শুধু হৃদয় ক্ষত।"
যখন আমার বুকের ভিতর
থেকে বেরিয়ে আসে
অজানা কথা
যখন কথারা-
নিঃশব্দে বিস্ফোরিত হয়,

তখন শব্দ গুলো-
বিক্ষিপ্ত ছড়িয়ে পড়ে চারিদিক,
বাতাসের আর্তনাদে ভারি হয়-
এলোমেলো শব্দ গুলো!
শব্দ গুলো ছন্দ খুঁজে-
বৃষ্টির জলে সিক্ত হয়ে,
ইথারে ভেসে বেড়াই!
জমাটবদ্ধ হয় একটি বলয়ে-
বিস্ফোরিত শব্দ গুলো হতে চায়,
কবিতা.! কবিতা,কবিতা....

___ মোহাম্মদ শেখ কামালউদ্দিন স্মরণ