তুমি আমার ভালোবাসা,তুমি হৃদয়ের বন্ধন,
বুকের ভিতর তৃষ্ণা তুমি,স্বপ্ন আমার, তুমি একজন।

প্রথম যেদিন, দেখেছি তোমায়, মেঠো পথের ধারে
ভালোবাসার অনুভূতি, জেগেছে মনের পাড়ে।

ডেকেছো আমায়, হাত ইশারায়, যেতে তোমার ঘরে
আমি লক্ষ্য করে দেখছি, তোমার চোখের নজর নাহি পড়ে।

কেমন যত্ন করবে তুমি, ভাবনায় রয়েছো ব্যস্ত
অপারক সময়ের দোহাই দিয়ে, তোমায় করেছি আশ্বস্ত।

কেবিনেটে মিষ্টি নাকি, মিষ্টি ফ্রিজে রাখো
তালার চাবি বদলে গেছে, আমার ভাবনা ছেড়ে দেখো।

একটি মিষ্টি ভাগাভাগি, করেছি দুইজনে
মিষ্টির চেয়ে অমৃত তুমি, জেনেছি গোপনে।

সেই থেকেই পাগল আমি, তোমারি প্রেমে
চন্ডীদাসের মতো বরশি, বাইচি তোমার নামে।

অর্থ সম্পদ কিছুই নয়, আমি তোমার দিওয়ানা
হৃদয় মাঝে লেখা শুধু,তোমারই নাম ঠিকানা।

তুমি আমার ভালোবাসা,লাল টুকটুক গোলাপ
ফুটেছো ডালে,তুমি আমার পূর্ণিমার চাঁদ।

ভূবন জুড়ে ফুটফুটে জ্যোৎস্না,উঠেছো গগনে
তোমার ভালোবাসায়, জলসিক্ত পদ্ম ফুটেছে মন বাগানে।

আমি না হয় কাঠবেলী হবো, তোমার চুলের খোপায় জড়াতে
যত্ন করে রেখে দিও, চুলের ভাজের গোড়াতে।

তারপর একদিন, হঠাৎ করেই, নিরাময়ে দেখা
হাসপাতালের বেডে বসে, কিছু স্মৃতিচারণ রেখা।

তাঁজ হোটেলের খাবার টেবিলে,তোমার কি যে, বনিতা
জোর করে খাইয়ে দিতে, আমার কি যে, আকুলতা।

বিদায়ের সময়, বেদনা-সিক্ত, হৃদয় হলো আমার
তবুও বিদায় নিতে হয়েছে, শত কষ্টে তোমার।

তোমার মন জয় করিতে, বেলি ফুল তোমায় দেব
নদীর বাঁকে, নয়তো গো জান, ফুলের মোহনায় যাব।

ফুলের সুবাসে, সুবাসিত হোক, তোমার আমার হৃদয়
স্বপ্নগুলো বাস্তবায়িত হোক, কেটে যাক আমাদের হারানো সকল ভয়।

মেঠো পথের ধারে _ মোহাম্মদ শেখ কামালউদ্দিন স্মরণ