আমার জীবনে তুমি আসার পর
আমি নতুন করে ভালো বাসতে শিখেছি
ভালো থাকতে শিখেছি
আর নতুন করে হাসতে শিখেছি।
যতক্ষণ তুমি আমার কাছে থাকো
মনে হয় যেন আমার থেকে খুশি
এই পৃথিবীর আর কেউ নেই!
যখন দুরে চলে যাও
তখন মনে হয় দম বন্ধ হয়ে যাচ্ছে!
আবার যখন তোমার সাথে কথা হয়
তখন মনে হয় সব ঠিক আছে!
যখনই তোমার সাথে কথা হয়
তখনই আমার মনে হয়
আমি এই মাত্র তোমার প্রেমে পড়েছি
যদিও এখন তোমার সাথে কথা বলা সম্ভব হয় না
তবুও তোমার ছবির সাথে আমার প্রতিদিন কথা হয়।
তুমি বরাবরই আমার ব্যক্তিত্বের কথা বলো
সত্যিই আমি ব্যক্তিত্বের কথা বলতে পারলাম না!
কারণ, তুমি তো আর আমার মনের খবর রাখো নাই
আর একটা প্রেমিকের ব্যক্তিত্ব তখনি বোঝা যায়
যখন তার পছন্দের মানুষটার সাথে
দেখা বা নিয়মিত কথা বলা হয়।
প্রেমিকের ব্যক্তিত্ব_মোহাম্মদ শেখ কামালউদ্দিন স্মরণ