দুপুর গড়িয়ে সন্ধ্যা এসেছে
তবু কুয়াশাদের ছড়াছড়ি‚
সূর্যমামা লুকিয়ে আছে;
কোথায় চাঁদের বুড়ি?

শীতে দেহ সিউড়ে উঠে‚
পাব কোথায় উম?
আর না হয় রাগ করে;
কম্বল জড়িয়ে দিব ঘুম।

বিলা-সিতার দুনিয়াতে
অবিলাসী শুধু আমি-
টি-শার্ট পড়ে বসে থাকি;
জ্যাকেট খুঁজো তুমি!

সূর্যমামা লুকোচুরি
শীতল দেহ মন-
সবার চেয়ে হয়েছে আমার
জটা-বাঁধা তুষগুলো আপন।

অভিলাষের ছত্রছায়ায়
লুকিয়ে থাকো তুমি;
অতলে তলিয়ে যাচ্ছি
প্রেমহীনা এ আমি।


প্রেমহীনা-মোহাম্মদ শেখ কামালউদ্দিন স্মরণ