তোমার স্মৃতিগুলো দেখে, মনে হল আবার-
নিখুঁত পরিকল্পনায়, সহস্রস্বপ্ন বেঁধেছি বার,বার,
গভীর জাগরণের স্বপ্নের খেলা
নির্জন রাতে দেখি তাঁরাদের মেলা!
লাবনী বীচের নোনা জলে, দুজন ভিজে
আত্মতৃপ্তি নিয়ে এসেছি ফিরে
সমুদ্রের কোলাহলে শীতল হাওয়ায়
ক্ষীণকায় জীর্ণ নিঃস্ব আমি একলা নীড়ে।
নিঃশব্দতায়, অবুঝ জাতক তুমি, আছো একান্তে, ভীড়ে মিশে
অবেলায় ঘুমের পর, বিষন্নতায় চলে যাও দূরে, সব ফেলে অবহেলে
তোমার এই জমাট মোমের সমুদ্রে, ডুবতে থাকি আমি অবিরত
নির্জনতা ছাড়িয়ে ডুবন্ত মনের বিষাদ ছুঁয়ে দেখি, হৃদয়ে আমার সহস্র ক্ষত।
একলা নীড়ে-
মোহাম্মদ শেখ কামালউদ্দিন স্মরণ