আকাশ অনেক দূরে
তাইতো তাকে ছোঁয়া যায় না!
দূর থেকে কিছু ভালো লাগেনা
যেমন ভালো লাগেনা ফেসবুকে চ্যাট করতে
ভালো লাগেনা whatsapp ভিডিও কলে কথা বলতে
ভালো লাগে না মেসেঞ্জারে অপেক্ষা করতে
ভালো লাগে না ফেসবুক ব্রাউস করতে
আমার ভালো লাগে তোমাকে ছুঁয়ে ছুঁয়ে প্রেম করতে।
তুমি এসো, তুমি এসো না!
তোমার কাজল-কালো আঁখি
গুলোর দিকে আমি তাকিয়ে থাকবো!
গাড় অন্ধকারে এক টুকরো মোমের আলো,
আলোকিত করবে, তোমার-আমার শহর!
তোমার ওই চোখের মনিগুলো,
আমাকে আলোর বিমোহিত করে।
আমি গোধূলি পরবর্তী বিবর্ণ আকাশ
নীড়ে শান্তি খুজতে গিয়ে দেখি
সে গোধূলির শেষ আলোয় পাড়ি জমিয়েছে
নিকষ কালো মহাশূন্যের ভীড়ে।
আর আমার জন্য রেখে গেছে
পূর্ণতার সুখকর সৌন্দর্যের সমীকরণ।
রংতুলির স্নিগ্ধ ছোঁয়া দিলাম ক্যানভাসে,
ডিসেম্বরের শহরে ভালোবাসায় স্নাত
ফুলেরা ফুটেছে শীতের দুপুরে।
সোনালী রোদের আলো মেখে
যখন রঙিন ছবি আঁকি;
প্রাণবন্ত জীবনের খবর
কাছের মানুষটা কি রাখে !
ডিসেম্বর মাস, আর টিএসসি'র ডেট
can never beat anything!
প্রতিদিন সকালে হাঁটতে হাঁটতে
শাহবাগ থেকে টিএসসি যাওয়ার পথে
অনেক রকমের ফুল কেনা!
তারপর ত্রিশ টাকার খিচুড়ি সাথে অনেক গল্প!
বিকেল গড়ানোর সময় ফুলার
রোডের বড় গাছটার নিচে বসে
সাঁই সাঁই করে গাড়ির যাওয়া আসা দেখা।
সন্ধ্যা নেমে আসলেই হাত ধরে হাঁটতে হাঁটতে
শাহবাগ থেকে কাঁটাবন যাওয়া।
জাদুঘরের সামনের মাটির জিনিস,
বইয়ের দোকান ঘুরে বই কেনা।
দোয়েল চত্বরে দামাদামি করে শখের চুড়ি কিনে দেওয়া
শীত শীত লাগলে সোহরাওয়ার্দী উদ্যানে
গায়ের চাদরটা আরো শক্ত করে গায়ে চেপে ধরা
আমি-আমরা হয়তো এইটুকুর জন্যই বাঁচি
তাইতো তুমি আর আমি, থাকতে চাই কাছাকাছি।
_এইটুকুর জন্যই বাঁচি- মোহাম্মদ শেখ কামালউদ্দিন স্মরণ