একদিন আমরাও বুঝে যাই,  
কাউকে ধরে রাখা যায় না,  
ভালোবাসার মায়াজালও  
সময়ের স্রোতে ছিঁড়ে যায়।  

প্রিয়জন বলে ডাকলেও,  
তারা আসে প্রয়োজনের টানে,  
নতুন কারও উষ্ণতা পেলেই  
পুরনো গল্প হারিয়ে যায় কালের খাতায়।  

তাই আজ আর আক্ষেপ করি না,  
কারও ফেরার অপেক্ষায় থাকি না,  
শূন্যতার সঙ্গেই গড়ে নিয়েছি ঘর,  
যেখানে প্রত্যাশার বোঝা নেই!  

ভালোবাসা?  
সে তো এক ঋতু বদলের খেলা,  
কখনো বসন্ত, কখনো হেমন্ত,  
শেষমেশ সবাই শীতের মতো হারিয়ে যায়।  

আমরা এখন জানি,  
যারা আসবে, তারা আসবে সময়ের জন্য,  
যারা যাবে, তারা যাবে নিঃশব্দে,  
তাই হয়তো এক্সপেকটেশন ছাড়া জীবনই সুন্দর!

এক্সপেকটেশন ছাড়া জীবন_মোহাম্মদ শেখ কামালউদ্দিন স্মরণ