যখন পথ চলতে শুরু করেছি
তখন মনে হয়েছিল, এই তো এসে গেছি শেষ গন্তব্যে
অচেনা পথের সবকিছুই চেনা, চেনা ছিল
টগবগ রক্তের উচ্ছ্বাসে, বড্ড সাহসী ছিলাম।
পথ যখন শুরুই করিনি, তখন কি ভাবে শেষ করেছিলাম, জানিনা!
ধীরে, ধীরে বয়স যত বাড়ছে, ততই একই পথে হাঁটছি
এখন কেন জানি মনে হয়, যে, এই পথ আর শেষ হবে না!
ভেবে দেখুন, যে পথে হাঁটা শুরু করেছি-
তা শেষ করে দিয়েছিলাম শুরুতেই ।
কী যে করি আমি, কারে বলি আমি
কেমনে আমি এ পথ চলি
তোমরা কি দ্যাখো আমার পথে ঠিকানা?
কার চোখে বাঁচে লড়াকু, রাজপথের ঐ জনস্রোতে
কার স্বপ্ন বিলিয়ে দিল, মতিঝিলের ঐ রণক্ষেত্রে।
আমি তো ভালোবাসি, স্লোগানের ঐ রাজপথ
ভূতের ভয় কেটে যাক, রাজনীতিতে থাকবো সৎ
আমার রাজপথের, অধিকার যারা নিয়ে গেল
অনায়াসে বলছি আমি, তারা স্বৈরাচার
খোদার দরবারে হবে একদিন, অন্যায়ের এই শেষ বিচার।
অস্ত্রের মুখে, রাজপথ ঘেরাও করে, দেখাও যারা ভয়
মাটির বুকে ঘাস হয়ে,গাছের ফুল হয়ে
আকাশের পাখি হয়ে কথা দিলাম,
বোঝাবো একদিন রাজপথের অধিকার নিয়ে
এই মাটি কখনোই স্বৈরাচারের নয়।
ভূতের ভয় কেটে যাক
__মোহাম্মদ শেখ কামালউদ্দিন স্মরণ