কোনো এক নিঝুম রাতে,
নিঃশব্দে এসে দাঁড়ালে,  
দুটি চোখ যেন তোর অগ্নি শিখা,  
গভীর আঁধারেও তুই দীপ্ত প্রদীপ,  
তোর বাঁকা চোখের চাহনিতে যেন
তারায় তারায় ভরে যায় আকাশ।

তুই কাছে এলেই সব শব্দ থেমে যায়,  
হতাশারা সব মুহূর্তেই মিলিয়ে যায়,  
তোর চোখের সেই কামিনী রেশ,  
কেটে উঠতে পারিনি বেশ।  

কখনও কখনও ভেবেছি,
তুই কি আমার স্বপ্ন বিদুর?  
তোর চোখে এত আলো কেন?  
কেন তুই আমার অন্ধকারে
প্রদীপ দিলে চুপিসারে?

তোর দিকেই তাকিয়ে
হৃদয় পুরে  মুক্তি খুজেঁ
অন্ধকারেও আলো আসুক,
সুখের শহরে স্বপ্ন ভাবুক
নয়ন তোর যেন জীবন-দীপ,  
সব হতাশা পুড়ে ছাই হয়ে যায় যেখানে,
কান্নার ধ্বনি নীরবতায় মিলিয়ে যায় সেখানে।  

তুই যদি দূরে যাস, প্রদীপ শিখা কি নিভে যাবে?  
চোখ দুটি কি আর আমার জন্য খুলবে না?  
নির্জন জীবনে কি আবার  ফিরবে না তুই
নেমে আসবে সেই চিরকালীন অন্ধকার?  
তুই আছিস বলেই তো আমি আছি,  
তুই আছিস বলেই তো আমার বেঁচে থাকা  
জীবন বদলে যায়, নতুন আশায় ভরে যায়।  

তোর কাজল কালো দুটি আঁখিপ্রাণে
আমি তাকিয়ে থাকি অবিরাম,
হৃদয়ে এক অদ্ভুত শান্তি অবিরাম,
যেন জীবনের সব দুঃখ-দুর্দশা তুই মুছে দিলে।  
তুই অগ্নি প্রদীপ, তুই আমার শেষ আশ্রয়,  
তুই যেনো আমার জীবন ছায়াময়।

শেষ আশ্রয় - মোহাম্মদ শেখ কামালউদ্দিন স্মরণ