একটা সকাল আসুক, ভালোবাসার
একটা সময় আসুক আনমনে বসে থাকার
প্রকাণ্ড একটা অশ্বত্থের তলায় কিংবা পাহাড়ের চূড়ায়।
একটা দুপুর আসুক, প্রেমে পড়ার
বৃষ্টি ভেজা শহরের হুট তোলা রিক্সায়
অথচ দেখা হোক একটু করে, ঘোমটা তোলার ছলে।
একটা শীতের সকাল আসুক, হারিয়ে যাওয়ার
কুয়াশায় ঘেরা পাইন বনে অথবা ফসলের মাঠে।
একটা ডিসেম্বরের শহরে, রঙিন উলের পোশাকে,
কিংবা নভেম্বর রেইন ভিজিয়ে দিয়ে যাক আমাদের।
ডিসেম্বরের শহরে _মোহাম্মদ শেখ কামালউদ্দিন স্মরণ