আমি ভালো নেই,
লক্ষ কোটি বছর ধরে
সেই যে কৃষ্ণচূড়া ঝড়ে পড়লো,
পলাশ, শিমুল, তমালের বুক ফেটে
রঙিন স্বপ্নগুলো ধুলোয় মিশে গেল—
সেই দিন থেকেই আমি ভালো নেই।
আমি ভালো নেই,
এই হাজারো মুখের ভিড়েও নিঃসঙ্গতা জড়িয়ে থাকে,
নিঃশব্দ দুপুরের দীর্ঘশ্বাসে
বুকের ভেতর চুপচাপ কষ্ট জমে।
আমি ভালো নেই কাকডাকা ভোরে,
যখন শহর জেগে ওঠে,
কিন্তু আমার মনের অন্ধকার কাটে না!
পেঁজা তুলোর মতো নরম অথচ ধারালো এক কষ্ট
হৃদপিণ্ডের ঠিক ওপরে চেপে বসে আছে।
তার অট্টহাসিতে ভেঙে যায় নির্জনতা,
তাই আবার কলম ধরি,
আবার তোমাকে লিখি…
প্রজাপতি এসে বসে হাতের ওপরে,
কিন্তু সুখ হয়ে ওঠে অচেনা,
জলফড়িং ডানা মেলে উড়ে যায়,
কিন্তু আমার শূন্যতা থেকে যায়।
সূর্যমুখী ফুল সূর্যের দিকে তাকিয়ে থাকে,
আর আমি তাকিয়ে থাকি অতীতের দিকে,
সেখানে তুমিই ছিলে আমার আলো,
সেখানে আমিও একসময় ভালো ছিলাম…
কিন্তু এখন?
আমি ভালো নেই।
তীব্র এই মানসিক চাপে,
অতল শূন্যতায়,
আমি সত্যিই ভালো নেই…।
আমি ভালো নেই_ মোহাম্মদ শেখ কামালউদ্দিন স্মরণ