তোমার প্রেমময় জীবনে, আমি বিশ্বাসে অটল
যেমন বিচারকের কাছে,ন্যায় বিচারের ঢল।

তোমার প্রেমময় সত্বায়,আমি চলেছি অবিচল
তোমার ছোঁয়ায়, জাগবে আবার, দাসত্বরোধ বাহুবল।

তোমার মনের আঙিনায়,ফুটবে হাজার ফুল
সত্য-মিথ্যা মাটি দিয়ে, ভাঙবে প্রেমময় ভুল।

প্রেম প্রণয়ে হয় তো ভ্রম, কিংবা অতিকথন
বিশ্বাস আর ভালোবাসা, আমার মনের অনুরণন।

তোমার ঠোঁটের কার্নিশে,আমার ভালোবাসার মায়া
ভালোবাসি তোমায়,তুমি দেখো একবার চাহিয়া।

নির্দ্বিধায় কাটিয়ে দিবো, শত জনম প্রিয়া
সুখের তরী বাইবো আমি, ভালোবাসার বইটা দিয়া।

তোমার হাতে রেখে হাত,দুজনেই যাব প্রেম যমুনায়
তোমার মনের নদীতে, আদরের জাহাজ ভিড়াবো অতি মমতায়।

তোমার চোখে রেখে চোখ,আমি ভেসে যাবো প্রেম দরিয়ায়
উতাল-পাতাল ঢেউ ডিঙ্গিয়ে, ভাসবো তোমার মন আঙিনায়।

ভালোবাসার মায়া - মোহাম্মদ শেখ কামালউদ্দিন স্মরণ