আমি কারও আকাশ হতে পারিনি,  
যার নীলে তারা জ্বলজ্বল করে,  
হতে পারিনি কারও কাঠগোলাপ,  
যার সৌরভে হৃদয় ভরে ওঠে।  

আমি ভোরের শিশিরও নই,  
যে ঘুম ভাঙার আনন্দ বয়ে আনে,  
আমি কারও পূর্ণিমার চাঁদ নই,  
যার আলোয় মনের অন্ধকার দূর হয়।  

আমি কারও বৃষ্টি হতে পারিনি,  
শুকনো মনের মাঝে শান্তি আনতে পারিনি,  
বাতাস হয়ে কাউকে ছুঁতে গিয়েও  
অদৃশ্য রয়ে গেছি চিরকাল।  

আমি এক মূল্যহীন আগাছা,  
যাকে প্রয়োজন হলে কেউ তুলে নেয়,  
কিন্তু যাদের চেয়েছি,  
তারা আমাকে কখনো চায়নি।  

আমি বারবার হারিয়েছি প্রিয় মুখ,  
কিন্তু কেউ আমায় হারায়নি,  
কারণ আমি হারানোর মতো  
মূল্যবান কিছু ছিলাম না কখনও।  

আমি কেউ নই, আমি কিছুই না,  
সময়ের স্রোতে ভেসে চলা  
এক নামহীন, মুখহীন অস্তিত্ব,  
যার থাকার না থাকার মাঝে  
কেউ কখনো পার্থক্য টানেনি!

আমি কিছুই না_মোহাম্মদ শেখ কামালউদ্দিন স্মরণ