বাঁচতে, বাঁচতে ক্লান্ত হয়ে যাচ্ছি প্রতিদিন!
আকাশে একই মেঘ, গাছে, গাছে একই হাওয়া,
প্রতিদিন ঘুরে ফিরে আসে।
সমুদ্রে ক্লান্তি, নদীতে ক্লান্তি
এইসব ছেড়ে, কোথাও যাওয়া গেলে, ভালো হতো।
জীবনটা ক্লান্ত হতে, হতে ছেঁড়া স্যান্ডেল হয়ে যাচ্ছে!
তবুও তোমাকে নিয়ে বাঁচতে চাই প্রতিদিন।

তুমি যেন আমার সাথেই থাকবে নিত্যদিন!
আমি ছাড়া অন্য কোথাও, তোমার আনন্দ হলে
আমার দুঃখ লাগে!
আমি বেশ স্বার্থপর মানুষ!
আমি চাই, তুমি আমার কাছেই সুখে থাকো,
অন্য কারো কাছে না!
আমি চাই, তুমি আমাকে নিয়ে সুখে থাকো!
তোমার সব আনন্দ, আমাকে ঘিরে হোক!
তুমি শুধুই আমার হয়ে থাকো।
জনম, জনম আমি তোমাকে, আমার করে রাখতে চাই।  

তোমার কাছ থেকে সমস্ত সময় না পাওয়ার আক্ষেপ
জলাঞ্জলি দিয়ে, শীতের রাতে হিম শীতলতায় বসে আছি!
তুমি গভীর রাতে চাঁদহীন অন্ধকার আকাশের মতো ভয়ংকর!
একটা সময়ে আমি হঠাৎ করেই
সকলের অজান্তে ভীষণ শান্ত হয়ে যায়।
শহরের থেকে,ভিড়ের থেকে,মানুষের থেকে
কারো প্রতি কোন রাগ নেই, কোনো অভিযোগ নেই, কোন প্রত্যাশা নেই।

আচ্ছা সময়টা তোমার সাথে থেমে যায় না কেন?
চলতে, চলতে পথের মাঝে স্মৃতির পাতায় ধূলো জমে কেন?
কেন তোমাকে নিয়ে গোটা জীবন পার করা যায় না?

শহরের গলির ভীরে, নয়তো ব্যস্ততার বেড়াজালে
হারিয়ে যাও তুমি। কিন্তু কেন?
কেন হাতের স্পর্শ আলাদা হয়?
কেন শেষ আলিঙ্গন বলেও কিছু রয়?

মেঘ মল্লারে কেন মেঘ জমে এসে?
কেন বাতায়নে ভিন্ন পাখির সুর ভাসে?

_আমি বেশ স্বার্থপর মানুষ_মোহাম্মদ শেখ কামালউদ্দিন স্মরণ