স্বাধীনতা,
তোমাকে পাওয়া যাবে, কতগুলো মানুষের মৃত্যু হলে?
স্বাধীনতা,
তোমাকে পাওয়া যাবে, কতগুলো লাশ উপহার দিলে?
স্বাধীনতা,
তোমাকে পাওয়া যাবে, কতগুলো মায়ের বুক খালি হলে?
স্বাধীনতা,
তোমাকে পাওয়া যাবে, কত বাবার, সোনার সন্তান হারালে?
স্বাধীনতা,
তোমাকে পাওয়া যাবে, কত বোনের, প্রিয় ভাইটি হারালে?
স্বাধীনতা,
তোমাকে পাওয়া যাবে,কত ভাইয়ের, প্রিয় বোনটি হারালে?
স্বাধীনতা,
তোমাকে পাওয়া যাবে,কতগুলো মেধাবী ছাত্র-ছাত্রী কারাবন্দি হলে?
স্বাধীনতা,
তোমাকে পাওয়া যাবে,কতগুলো ছাত্রী লাঞ্ছিত হলে?
স্বাধীনতা,
তোমাকে পাওয়া যাবে,কতগুলো মেধাবী ছাত্র-ছাত্রী নির্যাতিত হলে?
স্বাধীনতা,
তোমাকে পাওয়া যাবে,কতগুলো মেধাবি ছাত্রীর প্রাণ হারালে?
স্বাধীনতা,
তোমাকে পাওয়া যাবে,কতগুলো মেধাবী ছাত্রের প্রাণ হারালে?
স্বাধীনতা,
তোমাকে পাওয়া যাবে,কতগুলো ছাত্র-ছাত্রীর বুকে, তার টাকা দিয়ে কেনা অস্ত্রের গুলিবিদ্ধ হলে?
স্বাধীনতা,
তোমাকে পাওয়া যাবে,কতগুলো জনতার বুক, আগ্নে অস্ত্রের গুলিতে ঝাঁঝরা হলে?
স্বাধীনতা,
তোমাকে পাওয়া যাবে,মানুষের উপর কি কি বৈষম্য সৃষ্টি হলে?
স্বাধীনতা,
তোমাকে পাওয়া যাবে,কত বছর স্বৈরাচারের শোষণের রসানলে পড়লে?
স্বাধীনতা,
তোমাকে পাওয়া যাবে,কত বাবার স্বপ্ন পোড়ালে?
স্বাধীনতা,
তোমাকে পাওয়া যাবে,কত মায়ের দীর্ঘশ্বাস ফুরালে?
স্বাধীনতা,
তোমাকে পাওয়া যাবে,কত বাবা-মায়ের চোখের জলে সাগর হলে?
স্বাধীনতা,
তোমাকে পাওয়া যাবে,কত ভাই বোনের চোখের জলে নদী হলে?
স্বাধীনতা,
তোমাকে পাওয়া যাবে,কত হাজার টন রক্ত ঝরালে?
স্বাধীনতা,
তোমাকে পাওয়া যাবে,পদ্মা মেঘনা, যমুনা, ব্রহ্মপুত্রসহ কতগুলো নদী জলে রক্ত মেশালে?
স্বাধীনতা,
তোমাকে পাওয়া যাবে,কতগুলো পাহাড় সমান, মায়ের দীর্ঘশ্বাস জমা হলে?
স্বাধীনতা,
তোমাকে পাওয়া যাবে,বাবা-মায়ের কত অপেক্ষার প্রহর গুনলে?
স্বাধীনতা,
তোমাকে পাওয়া যাবে,কত মা-বাবার বুকে পাহাড় কাটলে?
স্বাধীনতা,
তোমাকে পাওয়া যাবে,হাসপাতালের বেডে কত সহস্র যুদ্ধা শুয়ে থাকলে?
স্বাধীনতা,
তোমাকে পাওয়া যাবে,কত শত বছর ইন্টারনেট কানেকশন অফ থাকলে?
স্বাধীনতা,
তোমাকে পাওয়া যাবে,স্বৈরাচারের নির্দেশে, কতশত মায়ের ঘরে বিদ্যুৎবিহীন তল্লাশি চালিয়ে গুম করার সংখ্যা বাড়ালে?
স্বাধীনতা,
তোমাকে পাওয়া যাবে,কতগুলো বছর, জুলাই মাসে বৈষম্য বিরোধী আন্দোলন করলে?
স্বাধীনতা,
তোমাকে পাওয়া যাবে,কতগুলো ২৪ শুরু হলে?
স্বাধীনতা,
তোমাকে পাওয়া যাবে,কতগুলো, স্কুল কলেজ, বিশ্ববিদ্যালয় ও মাদ্রাসায় রক্তের সাগর বয়ে গেলে?
তবে কি আমি তোমাকে ছাড়াই নিরাশ হবো?
নাকি তোমার জন্য আবার বৃষ্টি হইবো?
বৈষম্য বিরোধী ছাত্র-ছাত্রীদের মায়ের বুকে, উত্তপ্ত আগুন নিভিয়ে দিব, এক ঝাপটায় কোন এক ঝড়ের রাতে!
আমি আকাশ কালো রাত হবো,
না! না!! না!!!
তাহলে আমার বৈষম্য বিরোধী ছাত্র-ছাত্রীদের মায়ের বুক কেঁপে উঠবে, তারা ভয় পাবে!
ভাববে, নির্জন অন্ধকারে তাদের টাকায় কেনা অস্ত্র দিয়ে, তাদেরেই বেতনভুক্ত চাকররা,কোন স্বৈরাশাসকের নির্দেশে,তাদের আদরের সন্তানদের বুকে গুলি ছোডা হয়েছে!
না হয় তার সংগ্রামী সন্তানকে অন্ধকারে গুম করে ফেলা হয়েছে!
তার চেয়ে বরং আমি বিদ্যুৎ হই! বৈষম্য বিরোধী আন্দোলনরত ছাত্র ছাত্রীরা বৈদ্যুতিক গতিতে এগিয়ে যাবে,তাদের লক্ষ্য প্রান্তে।
না! যদি স্বৈরাচার সরকার আমার বৈদ্যুতিক লাইন অফ করে দেয়, তাহলে অন্ধকারে আমার টাকায় বেতনভুক্ত চাকর, আমাকে মেরে ফেলবে!
তবে কি আমি ইন্টারনেট হবো?
বৈষম্য বিরোধী আন্দোলনের খবর সারা বিশ্বজুড়ে ছড়িয়ে দিব?
না! স্বৈরাশাসক, আমাকে অফ করে,জনগণের কাছে মিথ্যাচার করবে, যে,সংগ্রামী ছাত্ররা আমার ডাটা সেন্টার পড়ে ফেলছে কিংবা তার পুরে ফেলা হয়েছে!
বোকা জনগণ হয় তো-বা এটাই বিশ্বাস করবে!
আমি বাংলাদেশ! আমিই স্বাধীনতা!!
আমাকে বিক্রয় করে বেঁচে থাকতে চাই যারা,আমিই ধ্বংস করবো, যেদিন স্বৈরাশাসকের হাতে পড়বে হাতকড়া।
আমার দেশে, আমিই কবি!
তবে আমি আর কবিতা লিখবো না!!
আপনারই বলুন,বৈষম্য বিরোধী আন্দোলনে নিহত শহীদ ছাত্রছাত্রীদের রক্তের কালিতে কি কবিতা লিখা যায়?
বৈষম্য বিরোধী আন্দোলনরত ছাত্র-ছাত্রীদের বাবা মায়ের, স্বপ্নের কলম ভেঙে গেলে,তা দিয়ে কি কবিতা লিখা যায়?
না, তা হয়তো যায় না! তবে স্বাধীনতা অর্জনের জন্য কবিতা অমূল্য হাতিয়ার ।
কবিতা যদি হয় আন্দোলনের অংশ,তবে আমি আরো কবিতা লিখবো।
দিস্তা, দিস্তা খাতা আমি কবিতা লিখে পূর্ণ করে দেব।
যদি কবিতা লিখতে, লিখতে আমার কলমের কালি শেষ হয়ে যায়,তবে আমার শরীরের রক্ত দিয়ে কবিতা লিখব।
কবিতা লিখতে, লিখতে যদি আমার শরীরের রক্ত শেষ হয়ে যায়,তাহলে আমি সাগরের নোনা জলে কবিতা লিখব।
কবিতা হবে আমার আগ্নে অস্ত্র,যার প্রতিটি বাক্য সহস্র বুলেটের সমান।
কবিতা হোক,বৈষম্য বিরোধী আন্দোলনরত শিক্ষার্থীদের চেতনা!
কবিতা হোক, স্বাধীনতা অর্জনের দীপ্ত অহংকার।
প্রতিটি কবিতার বাণী,জনগণের শরীরে তপ্ত আগুনের উত্তপ্ত রক্ত হয়ে জেগে উঠুক বিবেক।
আমি কবি আমিই স্বাধীনতা।
আমি কবি আমিই স্বাধীনতা_মোহাম্মদ শেখ কামালউদ্দিন স্মরণ