তোমাকে পাওয়ার আশায়,
চোখের কোণে জমে থাকা নীরব জলে
ভিজে যায় সমস্ত অপেক্ষার রাত।
তপ্ত দুপুরের মতো হৃদয় পোড়ে,
যেন এক শেষ না হওয়া যন্ত্রণার গল্প।
তোমাকে পাওয়ার আশায়,
অসংখ্য চিঠি লেখা হলো বাতাসে,
কিন্তু একটাও পৌঁছায়নি তোমার দরজায়।
স্মৃতির কুয়াশায় হারিয়ে যাওয়া শব্দগুলো
আজও নিঃশব্দে কাঁদে বুকের গহীনে।
তোমাকে পাওয়ার আশায়,
প্রতিটি সন্ধ্যায় জ্বলে ওঠে নিঃসঙ্গ প্রদীপ,
তবু আলোয় মিশে থাকে একরাশ শূন্যতা।
তুমি আসবে বলে সাজানো স্বপ্নগুলো
রোজ রাতের আকাশে ঝরে পড়ে নীরবে।
তোমাকে পাওয়ার আশায়,
বসন্ত এলেও ফুল ফোটে না আমার উঠোনে,
শুধু শুকিয়ে যাওয়া পাতারা উড়ে বেড়ায়,
নিঃস্ব হৃদয়ের নিঃশেষ গান হয়ে।
তবু আমি বসে থাকি,
একদিন হয়তো ফিরে আসবে তুমি,
আমার বিরহের গান শুনে…
আমার শূন্য চোখের ভাষা পড়ে…
আমার অপেক্ষাকে সত্যি করতে…
তোমাকে পাওয়ার আশায়_ মোহাম্মদ শেখ কামালউদ্দিন স্মরণ