সে জানুক, আমি এখনো রাত জাগি,
শব্দের নিঃশ্বাসে জড়িয়ে রাখি তার স্মৃতি।
যতই সে দূরে থাকুক, আমি আছি—
অদৃশ্য এক ছায়া হয়ে, নিরব ভালোবাসার প্রতিমূর্তি।
আমি কবিতা লিখি, সে না পড়ুক,
তবু প্রতিটি অক্ষরে লেগে থাকে তার গন্ধ।
শব্দেরা ঝরে পড়ে, ঠিক যেমন
শরতের বাতাসে এলোমেলো পাতার দ্বন্দ্ব।
সে জানুক, আমি এখনো অপেক্ষায়,
প্রতিটি সূর্যাস্তে দেখি তার ছায়া।
সে না ফিরুক, তবু মনের আঙিনায়
তাকে রেখেছি পরম মায়ায়...
সে আমার না হোক,
তবু আমার কবিতার প্রতিটি পঙক্তিতে
সে চিরকাল থাকবে,
ভালোবাসার এক অসমাপ্ত গল্প হয়ে…।
নিঃশ্বাসে জড়িয়ে রাখি_মোহাম্মদ শেখ কামালউদ্দিন স্মরণ