ভালোবাসার রং খুঁজতে গিয়ে
পরিণত হয়েছি চাতকের স্বভাবে
বৃষ্টিহীন আকাশে, দৃষ্টি রাখতে,রাখতে
খুব অসহায় হয়েছি তোমার অভাবে।
পিপাসিত চাতক,মনে মনে ভাবছে
হয়তো এখনই হবে বৃষ্টি, মিটবে মনের আশা
আকাশে বৃষ্টি হলেই, ক্লান্ত দেহ পরিপূর্ণ
সতেঁজ হবে, মিটে যাবে দেহ-মনের পিপাসা।
ঈশ্বরের কোলে রক্ত জবা পড়ে ঝরে
নারীর আগমনে সুখেন্দু উঠে ঘরে
পিহিত মনের অজানা কথা
বুকের পাঁজর জোরে বেড়েছে ব্যথা।
নিঃসঙ্গ মনে, হিটস্ট্রোক শরীর
শীতলতা আহরণ করে জীবন
বিসম্বাদী উচ্ছ্বাসে হত-বিহবল
অতল সাগরে তলিয়ে দেহের হয়েছে মরণ।
আবার যদি ফিরে আসি পৃথিবীর বুকে
অজস্র ভালোবাসা নিয়ে ফিরবো জানবে লোকে
মানুষের মনে থাকবে যত আশা
পূর্ণ হবে জীবন সৃষ্টির অজস্র ভালবাসা।
হিটস্ট্রোক_মোহাম্মদ শেখ কামালউদ্দিন স্মরণ