বসন্তের কোকিল হইতে আমি কখনোই চাইনা,
আমি নিজের একটি বাসা চাই,যে বাসা আমাকে সংসারী করে তোলে।
আমি কখনোই রাজপ্রাসাদ চাই না, আমার কুঁড়েঘর হলেও চলবে।
যেখানে আমার অবমর্যাদা হয়, সেখানে আমি ভুল করেও যাই না।
গোবরে নাকি পদ্মফুল ফোটে, আমি হয়তো জানি না
তবে যদিও ভুল করে, পদ্মফুল ফুটে থাকে গোবরে;
তবে আরো বেশি করে ফুটুক গোবরে পদ্মফুল
কারণ উদ্ভিদ মানুষের জীবন বাচায়, তার দ্বারাই বেঁচে থাকুক বিশ্বময়।
আমাকে তোমার প্রেমের দায়ে, ফাঁসি দেওয়া হোক
আমি তো এমনিতেই, যাবজ্জীবন কারাদণ্ডে আছি
স্বৈরাচারী প্রেমের দায়ে, যাবজ্জীবন থেকে মুক্তি দিয়ে ফাঁসি দেওয়া হোক;
তবুও তো মুক্তির প্রতিশ্রুতি পাবো; যেখানে মনের মূল্য নেই, সেখানে দেহের ফাঁসি হওয়াও ভালো।
দেহের ফাঁসি-
মোহাম্মদ শেখ কামালউদ্দিন স্মরণ