জানিনা কেন আমার বেলায় এমন হয়
জীবন স্রোতের মুখোমুখি স্বাধীনতার অবক্ষয়
আমি সৃষ্টি, আমি স্রষ্টা, ভালোবাসার অবভয়
স্রষ্টার প্রতি সন্তুষ্ট, আমার চিত্তে হয় বিজয়।
রংধনুর নেশায় আমি হয়েছি যাযাবর
আপন আপন ভাবি যারে,সে করে মোরে পর
সাদা মাংসের গন্ধে আমার,অবচেতন মন
ভাসি ভালো, তাই বলে কি,দিতে হবে পণ?
বাজারের পণ্য, নয়তো ভালোবাসা
তবু কেন, মনের ভিতর বাঁধে এত আশা
ভালোবাসার অদৃশ্য শক্তি, বেঁধেছে আমায়
ভালোবাসি, এই কথাটা, বলতে চাই তোমায়।
জীবন স্রোতের মুখোমুখি-
মোহাম্মদ শেখ কামালউদ্দিন স্মরণ