তোমার সৌন্দর্য আমাকে টানেনি কখনো,
আমি মুগ্ধ ছিলাম তোমার মায়ায়,
তোমার প্রতিটি কথায়, প্রতিটি স্পর্শে,
যেখানে ছিল নিঃশর্ত বিশ্বাসের ছায়া।
আমি কখনোই সন্দেহ করিনি,
শুধু চোখ বুজে ভেবেছিলাম,
তুমি আমারই, শুধু আমার,
আমার হৃদয়ের গভীরে রেখেছিলাম।
কিন্তু তুমি অন্য কারো হতে চেয়েছিলে,
সেটা বললে না কেন সোজাসুজি?
আমি পথ ছাড়তাম, ব্যথা গিলে নিতাম,
তবুও এমন মিথ্যের ছুরি বুকে বিঁধত না।
তুমি চলে গেছো, আমি রয়ে গেছি,
বুকের ভেতর নিয়ে এক বিশাল শূন্যতা,
যেখানে এখন শুধু অনুতাপের গুঞ্জন,
আর অবিশ্বাসের নীরবতা…।
অবিশ্বাসের দূরত্ব_ মোহাম্মদ শেখ কামালউদ্দিন স্মরণ