এক কাপ চা খাই চলো,বনানীর ভ্রাম্যমান
চায়ের দোকানের সামনে দাঁড়িয়ে
রাতের শহরে নিয়ন আলোয়
যাক আমাদের ভালবাসা ছড়িয়ে।
টিএসসি থেকে চারুকলা হয়ে
দুজনের, ঠোঁট বেঁধেছে জোট
মাঝে মধুদার ক্যান্টিনে বসে
পায়ে পায়ে লাভ রোড।
স্কয়ারে ফুটপাতে দাঁড়িয়ে
ডিম দিয়ে খেয়েছি চিতো পিঠা
মনে জমানো কথার গল্প শুরু
কক্সবাজারের টং দোকানটায়
দুধে ধোয়া তুলসীর চা হয়েছে মিটা।
টঙ্গী স্টেশনে বিরানির দোকানে
বিরানির প্লেটে রয়েছে মরা মাছি
শাহবাগের ফুলের দোকান ঘুরে
কাঁটাবনে পাখির দোকানেই আছি।
কুকুর,বিড়াল কিনছে সবাই, লক্ষ কোটি দামে
ফুটপাতে ঐ চা বিক্রেতার সংসার রইলো না
আর শরীর থেকে ঝরানো রক্ত-ঘামে।
মার্কেটে সব কোটিপতি-
ছেড়াপাড়া পোশাক কিনছে চড়া দামে
অন্ন- বস্ত্র পায় না দারিদ্র্যলোক
সম্পদশালীরা গরীব দেখে সরে যাচ্ছে চামে।
তোমার সাথে প্রেম হোক আমার
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফুটপাতে
তোমার সাথে প্রেম হোক আমার
ঐতিহ্যবাহী নীলক্ষেতে।
তোমার সাথে প্রেম হোক আমার
চায়ের কাপটা থাকুক হাতে
তোমার সাথে প্রেম হোক আমার
ঘুঘু ডাকা শেষ রাতে।
চায়ের কাপ - মোহাম্মদ শেখ কামালউদ্দিন স্মরণ