পৃথিবীর সকল নিয়ম, মানতে হবে শ্রমজীবী মানুষের
শ্রমজীবী মানুষের রক্ত-ঘামের অর্জিত সম্পদ, লুটে খাবে ফানুসে
তাদের ইচ্ছে আর অনিচ্ছাকে দুমড়ে মুচড়ে,
নিয়ম করে ভোরবেলায় উঠে-অফিসমুখী, বাধ্যতামূলক গন্তব্য যাদের
তাদেরকে নেহায়েত খেটে খাওয়া মানুষই বলে৷

যারা রংবেরঙের গ্লাসের ভেতর,এসি চালিয়ে বসে থাকে
তারা নিঃসন্দেহে শ্রমজীবী মানুষের রক্তচোষা বাদর
মুহূর্তে,মুহূর্তে ফল-ফুট খেয়ে, চেহারাকে ফলের মত করা যাদের লক্ষ্য
তারাই শ্রমজীবী মানুষের, জীবন হরণের নীরব ঘাতক।

আমাদের মতো খেটে খাওয়া মানুষের ঘরবন্দি হয়ে থাকাটা কষ্টকরই বটে
হুটহাট মনে হয় যদি একবার পাহাড়ের চুড়ায় গিয়ে বসতে পারতাম
নইলে নিশীথে সমুদ্রের কাছাকাছি বসে ঢেউয়ের গর্জন শুনতে পারতাম
তাহলে হয়তো জন্মসার্থক, বিজয়ীতায় ধন্য হতাম।

বাধ্যতামূলক-
মোহাম্মদ শেখ কামালউদ্দিন স্মরণ