বালিকা তোমার চোখে, আমি সহস্র স্বপ্ন বুনি
ইচ্ছে মত স্বপ্ন উড়াই, তবু যেনো ডানা মেলার প্রহর গুনি।
সকাল বেলা বুনি স্বপ্ন,রাতে হৃদয় সাজাই
সেই হৃদয়ে থাকো তুমি,আমি ফাগুনের বাঁশি বাজাই।
আমি বার,বার তোমার প্রেমে পড়ি,বিলবালায়ে চলো স্বপ্ন ধরি
যদি ভূল করে দুটি হাত ধরি, আহা! এই তো লাজ্জে মরি।
জয়দেবপুরের হাংঙ্গেরী জুম এ,ভরদুপুরে কপির কাপে চুমু
স্বপ্নগুলো বাঁধবে বাসা এমন ভরসা পেলেই আমি,প্রেমের প্রতিশ্রুতি দিমু।
স্বপ্ন ভিজে মেঘডুবিতে,রোদ্দুর বাড়ই পাড়ায়
বেলা শেষে চেয়ে দেখি,আমি ঘরে তুমি ছাড়াই।
অবশেষে ইছালিতে,প্রিয় ডালপুরির কথা জানলাম,
তুমিও দেখি আমার মত,ডালপুরি আর না পেলাম।
বালিকা তোমার উত্তপ্ত গতরদাহ,আমার হৃদয় পুরে
অভিমানে হারিয়ে গেলাম,তোমার হৃদয় জুড়ে।
হায় কেন এমন হয় বলো, অকারণেই ভুল বুঝা
জয়দেবপুরে মিষ্টির দোকানে,তোমার স্বপ্ন খুঁজা।
জীবন নামের অভিনয়ে, ভাঙ্গে কেনো এ হৃদয়
এই জীবনের হিসেব নিকেশ, এলোমেলো কেনো হয়?
মনের ঘরে তুমি থাকো, তোমার ঘরে আমি
মনটা বড্ড খারাপ হয়, কাঁদো যদি তুমি।
তোমার প্রেমে অন্ধ হয়ে, জানিনা কখন কি যে করি
আবারো যাবো মেঘডুবিতে,চলো মেঘের ভেলায় ছড়ি।
ক্ষমা করো আমায়,যদি তুমি পারো
মেঘডুবিতে মেঘ না হোক,তবু আমার হাতটা অন্ততপক্ষে ধরো।
প্রেমের আলোয় জ্বলতে জ্বলতেই, একদিন নিভে যাব
এই কঠিন পৃথিবীর বুকে,তোমাকে কি পাবো?
শত অভিযোগের মাটি চাপা, পড়বে তোমায় পেলে
আক্ষেপের দূরত্বও যাবে চুকে,যদি স্বপ্ন ডানা মেলে ।
আমি তৃষ্ণার্ত পুরুষ,আমার চোখ ভর্তি স্বপ্ন
পায়ে বেড়ি শিকল আমার,তবু তোমার প্রেমে হয়েছি মগ্ন।
তোমাকে পেলে আমার, হবে সাত জনমের স্বপ্ন পূরণ
তোমার কোমলমতি হাত ধরেই যেন, হয় আমার মরণ।
তুমি আমার মেঘডুবি, বৃষ্টির ভেলায় ছড়া
মেঘের সাজে উত্তপ্ত রোদ্দুর, পরে যেমন ধরা।
তোমার আকাশে বৃষ্টি নামুক, হোক মেঘের ছড়াছড়ি
পরের জন্মেও মেঘ হয়ে যেন,আমি তোমার প্রেমে পড়ি।
মেঘডুবি_ মোহাম্মদ শেখ কামালউদ্দিন স্মরণ