কৃষ্ণচূড়া ফুটেছে বেশ, চন্দ্রিমা উদ্যানে
হাসনাহেনা মন কেড়েছে, অফুরন্ত ঘ্রাণে;
দিঘির জলের পাড়ে, ফুটেছে বকুল
গভীর রাতে তোমার জন্য, মন হয়েছে ব্যাকুল।

শীতের সকালে শিশির কণা, টলমল করে ঘাসে
কুয়াশার আড়ালে থেকে, সূর্যি মামা হাসে
ব্রহ্মচারী তোমার জন্যই, প্রেম প্রণালয়;
দীপ্ত প্রেমের ছোঁয়া পেলেই, বিশ্ব করবো জয়।

ছাতক জানেনা, বৃষ্টির গণনা, চেয়ে থাকে আকাশ প্রাণে
তোমায় কত ভালোবাসি, আমার স্রষ্টা শুধু জানে
অষ্টপ্রহর, কষ্ট করেও, পাইনা তোমার দেখা
কষ্টের গায়ে নীল জামা, বেদনায় ছটফট করে সখা।

প্রেমের দেবতা কিউপিড, ছুড়েনি প্রেমের তীর
এইজন্যই প্রেম-বাজারে, মজনুদের এত ভিড়
লাইলীরা সব কুকুর ছেড়ে,পুষে বিড়াল ছানা
মজনু বেটা প্রেম বিচ্ছেদে, হয়ে গেল কানা।

তোমার প্রেম-প্রলয়ের ঢেউ লেগেছে, আমার দেহ মনে
শীতের সকালেই হোক দেখা, সখি তোমার সনে
প্রেমের বসন্তে ফুটক ফুল, তোমার-আমার মনে
মাতোয়ারা হোক বিশ্বজন, সেই ফুলেরি ঘ্রাণে।

ব্রহ্মচারী
_মোহাম্মদ শেখ কামালউদ্দিন স্মরণ