আমি তো তোমার, সব কথাই বিশ্বাস করেছিলাম
তুমি যখন যা বলতে, সবকিছু অন্ধের মত মেনে নিতাম
সত্যি আমি জানতাম না!
তোমার আপন ছোট্ট বোন, বিদেশে পাড়ি জমিয়েছে!
আমি জানতাম না! তোমার আরেক ছোট্ট বোন
খাদিজা এত সুন্দর বক্তব্য দিতে জানে...!
আমি কখনোই জানতাম না, তোমাদের মুখের ভাষা এত সুন্দর!
সবকিছু জেনেছি তোমার বিচ্ছেদের পর।

তুমি জানো?
আমি মাছ বাজারে, মাছের দোকানে গেলে
সব মাছ বিক্রি হয়ে যায়।
অটো রিক্সা, সিএনজি, ভ্যান কিংবা বাসে উঠলে
যাত্রীদের উপচে পড়া ভীড় হয়।
ফলের দোকানে গেলে, ফল বিক্রেতার, বিক্রি ভালো হয়
এক ফল বিক্রেতা,ডেইলি আমার অফিসে এসে,ফল দিয়ে যেত
যেন তার দোকানের ফল বেশি বিক্রয় হয়।

বাজারে যত নিম্নমানের তরকারিই থাকুক
আমার ছোঁয়া লাগলে শেষ হয়ে যায়।
তোমার বিয়ে হয় না,এটাও আসলে আমি জানতাম না!
জানলে হয়তো, অনেক আগেই
তোমাকে বিয়ে করে ফেলতাম।
আমি তোমাকে বিয়ে করলে,এতদিনে হয়তো
তোমার আরো দুই-চারটা বিয়ে হয়ে যেত।

আমি কোন কবিরাজ না,আবার কোন জ্যোতিষীও না!
আমি যে ব্যবসায় করি না কেন? ক্রেতারা সবসময় লাভবান হয়
এই যে ধরো তুমি,আমার জীবনে না আসলে হয়তো
তোমার বর এত টাকা যৌতুক পেত না!
আর তোমারও কোন বিয়ে-শাদী হতো না!
ব্যবসায়ী লসে থাকলেও, পণ্য ও ক্রেতাদের বাম্পার লাভ।

পণ্য ও ক্রেতাদের বাম্পার লাভ- মোহাম্মদ শেখ কামালউদ্দিন স্মরণ