আমায় অনুভবে এনো না,  
আমি নিভে যাওয়া প্রদীপের শিখা,  
যতই ছুঁতে যাবে—  
ততই অন্ধকারে হারিয়ে যাবে!  

আমার শূন্যতার গভীরে  
তোমার ছায়াও হারিয়ে যাবে,  
আমি যে এক অতল নীল বিষাদ,  
একবার ডুবলে ফিরে আসা অসম্ভব!  

আমায় অনুভবে এনো না,  
আমি হাহাকারের ধূসর রঙ,  
আমার হৃদয় শুধু শূন্যতা জানে,  
তুমি কি পারবে সেই শূন্যতা বয়ে নিতে?  

আমি ছুঁয়ে দিলে,  
তোমার হাসির রং মলিন হবে,  
তোমার ভোরের আলো ঢেকে যাবে  
এক অনন্ত বিষন্নতার চাদরে।  

তুমি যদি শান্ত নদী হও,  
আমি তবে এক পাথর,  
তোমার বুকে পড়লেই ঢেউ উঠবে,  
তবে শান্তি আর ফিরবে না কখনো!  

আমায় অনুভবে এনো না,  
আমি যে এক নিঃশেষ গল্প,  
যার শুরু ছিল আগুনের মতো,  
আর শেষ এক নির্জন ছাই।  

অতল নীল বিষাদ_মোহাম্মদ শেখ কামালউদ্দিন স্মরণ