এমন দিনও আসবে-
এমন কেউ আসবে হঠাৎ
রাস্তার বাঁকে!

আমি হেঁটে গেছি কত সকাল-বিকেল
বাঁকটায় মোড় ঘুরেছি
অসতর্ক ভাবে চেনা বাঁকে
সকলে যেমন হেটে যায়
এখানে অবাক হওয়ার কিছু নাই ।

পীচ উঠা ধুলো জমা মোড়
রোজই ধুলো এরিয়ে মোড় ঘুরি
তারপর সোজা হেটে  বাড়ী
কড়া নাড়ি-ছোট-বোন
দরজা খুলে দেয়
আমি বসে তোমার
অপেক্ষা করি ।

তোমার আশিতীপর দাদা
ঝোলা কাপড়ের ইজি চেয়ারে
গোল হয়ে শুয়ে
নাকের কাছে মাছি জমেছে
কেউ তাড়ায়না!
আমি এতে অভ্যস্ত
তুমি এলে দুজনে বেরিয়ে পরি
ওর হোন্ডা বাইকে ।

এইতো শতসিদ্ধ
এইতো বেকার প্রেম হীন জীবন
এইতো নির্জন পথের বাঁক
আজ হঠাৎ তুমি এই বাঁকে
একদম বুকের কাছে  বুক
স্বপ্নময়ী জান তুমি ?
তুমিতো এপাড়া ছেড়ে গেছ কবে
সাথে এই বাঁক,
এই পথ,এই পাড়া
প্রেম হীন হয়ে গেছে কবে?

আমি থমকে দাঁড়ালাম
তোমাকে দেখে
বলিঃ  জান তুমি এতদিন পরে ?
তুমি বললেঃ সরি আমি আপনাকে দেখতে পাইনি
                       বাঁকটা খুব শার্প
                        তবে আমি আপনার জান না
                        আমরা নূতন এ পাড়ায় ।

আমার ঘোর কাটে
মেয়েটা আসলেই আমার জান না
যে যায় সে আর আসেনা ।

তবু ধূসর মনটা সবুজ হল
একটা মেয়ে আমার জান নয়,
আমার স্বপ্নময়ী জানের মত এই বা কম কি?

আমি পা বাড়ালাম
আমার বন্ধুকে বলতে হবে
পথের বাঁকে একজন সেম জানের মত এখন
প্রতিদিন মোড় ঘুড়ে যাবে - আসবে ।

ধূলো-বালির পাড়াটা আজ
সাফ সুতরো মনে হচ্ছে
এই সুখে বন্ধুকে নিয়ে
জোরে বাইক চালিয়ে যাব পদ্মার পাড়ে
বসবো হাত পা ছাড়িয়ে ।

একটা মেয়ে
দুজন যুবকের ধূসর মন
সবুজ করে ফেলে
কি করে সম্ভব?

---
চেনা পথের বাঁকে
_ মোহাম্মদ শেখ কামালউদ্দিন স্মরণ