আমি চিৎকার করে কিছু বলতে চাই না,  
কারণ আমি জানি—  
প্রত্যেক নিঃশব্দতারও একটা নিজস্ব শব্দ আছে!  
শুধু শোনার লোক নেই।  

আমার চোখের ভাষা বোঝার ক্ষমতা যদি না থাকে,  
তাহলে আমার কণ্ঠ শুনে কী লাভ?  
আমার ক্ষতগুলো যদি অদৃশ্য হয়,  
তবে তোমার সহানুভূতি দেখানোর প্রয়োজন নেই!  

আমি মানুষ না, অমানুষও না,  
তবে আমাকে মানুষ বলবে কারা?  
যারা নিজেরাই মুখোশ পরে থাকে?  

অন্যায়ের সামনে মাথা নত করব না,  
শব্দের আগে আমার দৃষ্টিই প্রশ্ন করবে—  
তোমরা নীরব কেন?  

আমি প্রতিবাদী,  
তবে আমার প্রতিবাদ কেবল কণ্ঠে নয়,  
আমার নীরবতাও একদিন গর্জে উঠবে,  
ঠিক ততটাই শক্তিশালী,  
যতটা চাপা কান্নার শব্দ শোনার ক্ষমতা নেই তোমাদের!

নীরবতার প্রতিবাদ
_ মোহাম্মদ শেখ কামালউদ্দিন স্মরণ