তুমিহীনা সুখময় জীবন, মরুর মত লাগে
সুখের কপালে চুমু দিলেই, দুঃখ আমার জাগে।
মুঠোভরতি দুঃখ নিয়ে এসো আমার শহরে
দুঃখের বদলে, সুখ দিব, দিবারাত্রি প্রহরে।
আমি তোমার কাছে চাই, শুধুই দুঃখের বৃষ্টি
দুঃখ গুলো যত্ন করে,করবো সুখ সৃষ্টি।
সুখ আমার প্রাপ্য নয়,আমি শুধু দুঃখই চাই
দুঃখ গুলো সহ্য করে,যদি তোমায় পায়।
দুঃখের নদীজলে, আমি তোমাকেই খুঁজি
সমুদ্র নুনা জল মানে, তোমাকেই শুধু বুঝি ।
মনে পড়ে কখন আমায়, দুঃখ দিয়ে ছিলে?
কুড়িয়ে আনা কৃষ্ণচূড়ার ফুল, ক্ষুব্ধ হয়ে চোখেমুখে ছুড়ে দিয়েছিলে।
দুঃখ তুমি দিতে চাও আমায়,অথচ এটা জানোই না যে,
দুঃখ গুলো ফুলের মালা হয়ে,ঝুলে আমার গলায়।
প্রতিদিনেই দুঃখের সাথে, আমার শল্লা-পড়া
সকল দুঃখই ফুল হবে, পড়লে তুমি আমার প্রেমে ধরা।
মুঠোভরতি দুঃখ - মোহাম্মদ শেখ কামালউদ্দিন স্মরণ