যারা উলুংগ হতে চেয়েছিল ক্ষণে ক্ষণে
যাদের শরীরে অজস্র কাটাকুটি দাঁড়ি কমা
আমি তাদের দেখেছি
তারা সব কবি –
আমিও তো তাই…
বিবস্ত্র মনের দেয়ালে যতকিছু লেখা যায়
দেখা যায় সবটাই দেখিয়েছি
জন্মাবধি যত ঘাত প্রতিঘাত এবং আঘাত
এখন পাহাড়ের মতন দৃশ্যমান
যত ঝর্ণার জল আসলে যুগান্তরের শোণিতপাত
ভাব বিনিময়ে যতটাই মেকিতা ছিল
আমি ভিজে ভিজে নির্মল করেছি উলুঙ্গতায়-
আসলেই যে সমস্ত কবিতা আমার অহংকার
কিছু নয়, এগুলো সব মনের দেয়ালে কাটাকুটি
এগুলো সব দাঁড়ি কমা ছেদ যতি
নগ্ন কবির অলংকার ।