তরুণী তোমার অনতি বিস্তৃত কুন্তল।
মুখমণ্ডল। মৌলিকতার অর্থ বোঝে।
পাহাড়ি পথের আঁকাবাঁকা সিঁথি
আদিম ঋতি।কান্তি-বিরল
উদাস রাতের মূল্য খোঁজে।
প্রভাত কিরণ মিষ্টি হাসির শুভ্র চাঁপা।
নিখুঁত মাপা। ছড়িয়ে যাওয়ার অর্থ জানে।
অধর তোমার সূক্ষ্ম রেখায়
তীব্র প্রলয়। ঈষৎ বাঁকা
অগ্নিবাণের মন্ত্র শানে।
সম্মোহিনী নয়ন তোমার সাগর গভীর।
রাত্রি তিমির। দীপান্বিতার অর্থ রাখে।
চাহনি তোমার- ঢেউ খেলে যায়
ভ্রূ লতায়। স্নিগ্ধ সমীর
সহস্র বুকে যন্ত্রণা আঁকে।
__________________________________
কাব্যগ্রন্থঃ কবিতার ছায়া নও বেদনার ছবি তুমি
প্রকাশ ঃ ২০০২,
নবজন্ম প্রকাশন, শিলিগুড়ি