সারারাত খুঁজেছি তোমায়, তুমি
ছিলে না তো বিছানায়।
হাতড়েছি এপাশ-ওপাশ, পাইনি।
অন্ধকার অপেক্ষা আর আমি একা
কার চোখে তুমি রাত কাটালে,
কি দোষে আমার চোখ ফোলা ফোলা
অহংকারী রাত্রি জাগরণ ?
ভয়, বিষাদ, বেদনা নেচেছে বুকের ওপর
ক্লান্তিমাখা মাথাটির অভিমান
সহ্য হয় না আর,
কে আটকেছিল অভিমানী
আমি কি কেউ নই তোমার ?
তন্দ্রা, একটি বারের জন্য আসো
এখনও পার হয়নি যে রাত
ভোরের আগেই ছেড়ে দেব তোমায়
কাল যে প্রচুর কাজ আছে।
একটি বার আলিঙ্গন করো
ভয়, বেদনা হয়ে যাক মধুর স্বপ্ন
রাত ফুরোলে আর যে সময় পাব না,
অন্ধকারের নিবিড় ভালোবাসা
আমাকে জাগিয়ে রেখো না।
__________________________________
**** এই কবিতাটি ১৯৯০ সালে লেখা, আমার প্রথম দিকের কবিতাগুলোর একটি।****
__________________________________
কাব্যগ্রন্থঃ কবিতার ছায়া নও বেদনার ছবি তুমি
প্রকাশ ঃ ২০০২,
নবজন্ম প্রকাশন, শিলিগুড়ি