ওখানে সুন্দর মধুময় বাঁশি
             কে বাজায় !      কে বাজায়!
কেন হায় নিদ্রাহীন এই দুপুরেই
বাতাসটা এত মোহময়।

পায়ে পায়ে গড়িয়েছে মূক-বেলা
বেলা আসে
গোধূলির হোলী খেলা
                বধির আকাশে
বাঁশি সুরে কি-বা যায়
               কে বাজায় !    কে বাজায় !

কেন সুরে এত মধুরতা
বায়ুবেগ ছুটে আজ মন
দৈব-এ কোন আকর্ষণ
ভেসে যাই নিশির মতন
                কে বাজায় !
                    অমোঘ এমন
                               কে বাজায় !

__________________________________

কাব্যগ্রন্থঃ পাখি নামের মেয়েটি
প্রকাশ ঃ মে, ২০০৪,
নবজন্ম প্রকাশন, শিলিগুড়ি