একবার স্বর্গ-সিঁড়ির হদিস পেলে পরীদেশ
ফকিরের বেশ; ভবঘুরের মত ঘুরে ঘুরে
খুঁজে নিতাম নাম-ফলক “মোনালিসা”
প্রাসাদের কানাগলি ঘুরে বন্দিগৃহ
একবার দেখেওছি, হাওড়া থেকে বেহালাগামী বাসে
এক নিশ্বাসে; সিঁড়ি ভেঙ্গে ভেঙ্গে উঠেছিলে
আরশি, ছবিটুকু ধরেছিল যাবার সময়
ব্রেবোর্ন রোডের ফুটপাথে হৃৎপিণ্ড
একবার ছুঁয়েও ছিলে মসৃণ নরম স্নেহ-হাত
সেই রাত; ঘুমের ভেতরেই ঘেমে ঘেমে
কবোষ্ণ, তোমার ঠোঁটের জল চারিধারে
ভিজেও ছিলাম যেভাবে ভেজে সুখ-তৃণ
একবার স্বর্গ-সিঁড়ি পেলে বন্দিগৃহ থেকে
পরীদের বাগানেও যাব মোনালিসা
আমি ছেড়ে আসতেও পারি সুখ-বাসা
একবার স্বর্গ-সিঁড়ির হদিস পেলে…