খুঁটিতে বাঁধা সূর্য থাক
সারাবেলা
বাগান জুড়ে তাকিয়ে আছে
সূর্যমুখী।
হলদে আঁচল বাতাস ওড়ায়
উঠোন ঘিরে
শুভ্র মেঘের নকসি কাঁথা
নীল আকাশে।
চাঁদের বুকে আঁচড় কাটা
কাপড় ছেঁড়া
আয়না হয়েই দাঁড়িয়ে থাক
অবাক নদী।
দৃষ্টি ঝরুক ঝর্ণাধারায়
মাটির কোলে
সূর্যকালেই আগুন খেলে
সূর্যমুখী।
__________________________________
কাব্যগ্রন্থঃ কবিতার ছায়া নও বেদনার ছবি তুমি
প্রকাশ ঃ ২০০২,
নবজন্ম প্রকাশন, শিলিগুড়ি