বিষণ্ণ রাতেই যদি কখনো ইচ্ছে করে একচিলতে রোদে
আমাকে ডেকে নিও শখের বাগানে পরকীয়াগত বোধে
একটা মুঠোর ভেতরে ধরে রাখা পৃথিবীর প্রেম-জঞ্জাল
গৃহ-সম্রাজ্ঞীর বুকের ওপরে বিছিয়ে রাখা সবুজ সকাল
সব দেব;
একগোছা তৃণ থেকে যত্নলালিত খন্ড বিরোধ
তফাতে থাক বাসগৃহে ; তোমার বাহুতে শরবিদ্ধ পাখি
আমি নিগূঢ় অন্ধকারেও মনে মনে উদারতা জ্বেলে রাখি
তোমাকে দিতে পারি সোহাগের ঘন চুম্বন বিস্তৃত কপালে
আমি সূর্যকেও চুমিতে দেখেছি পরলৌকিক দীপ্র সকালে
প্রেম দেব;
যদি সরিয়ে আসতে পারো মানবিক অবরোধ
ইদানিং দূষণের মাত্রাটাও খোলস ছেড়েছে বেড়েছে অতি
যদিও এখনো আমার ভেতরেই ঘর করে বাঁচে লজ্জাবতী
তুমি জোছনাকে ছড়িয়ে রাখতে পারো আমার দু'ধারে
যেভাবে রাখে প্রেমিকারা প্রকৃতই নিত্য এই সংসারে
স্বপ্ন দেব;
মনের গোপনে জমিয়ে রাখা দিব্য অনুরোধ...
ইচ্ছে করে যদি ভিজে যেতে সোহাগীর রোদে
আমাকে ডেকে নিও চন্দ্রিমার পরকীয়া বোধে ।।