সকালের ধূলোমাখা পাতাগুলি ঝেড়ে রাখি
কয়েকটা পাতায় তোমার নাম
পাতা থেকে টিয়ারং পালক
তোমার উড়োনির টুকরো ...
বেশ মনে আছে
সমুদ্রের উত্তাল ঢেউ বুকে নিয়ে এসেছিলে যেদিন
আমি পথের দু'ধারে রাত্রিকেও নামিয়েছিলাম
একজোড়া জোনাকির নিভু নিভু চোখে
শীত নামে ব্যস্ততায়
তোমার ঠোঁটের একবিন্দু ঘাম
নড়েছিলো একফোঁটা পদ্মপাতায়
ধূলোমাখা পাতায় ঘামের সুবাস
এখনো প্রভাসিত...