কেউ কি আছো এখানে ?
শুনতে পাচ্ছ কেউ ?

হটাৎ করেই ভোর রাতে
কড়া নাড়লো বৃষ্টি
ও'র শরীর ভিজে লাল হয়ে গেছে ।

কেউ কি আছো , শুনতে পাচ্ছ ...

আজকাল মাঝে মাঝেই কড়া নাড়ে
ট্রিলিপ ট্রিপ...  ট্রিলিপ ট্রিপ.....
   একঝাঁক কালো মেঘের ধর্ষোৎসবে  
বৃষ্টিরা ঝরে টিনে    
তৃণে...

উরুর  ভেতর থেকে চিৎকার    তাজা রক্ত
কেউ কি খুলে দেবে দরজা

আমাদের মনন !
  
দু'হাতে মোমবাতি জ্বালিয়ে
চলে যাই ঘুমের গভীরে

             বৃষ্টিরা কড়া নাড়ে ....
  

০৯/১১/২০২০   শিলিগুড়ি