রোদের কি কোনও রঙ আছে ?
হয়তো নেই। তবুও,
প্রিজমের ভেতর থেকে বেরিয়ে আসা আলো
আর তার সাতটি রঙ
খুঁজেছি তোমার শরীরে।

গাছের ছায়ায়, আকাশের সমস্ত মেঘ
বরফের মত জমিয়েছি চারপাশে।
আর যত বাধা ছিল
পাঠিয়েছি মরুভূমি
তোমার ওপরে রেখেছি
অকৃপণ সূর্যের দিগন্ত বিস্তৃত রোদ।

তুমি দাঁড়িয়ে থাকো
ভেজা মাটির শীতল কোলে
শরীর জুড়ে জড়িয়ে ধরুক রোদ
প্রিজম স্বচ্ছতায় বেরিয়ে আসা আলো
আর সাতটি রঙ
             এক হবে শরীরে
আমি দেখব,
তুমি কেমন রোদের মত উজ্জ্বল
              আর সাতটি রঙ।
__________________________________

কাব্যগ্রন্থঃ কবিতার ছায়া নও বেদনার ছবি তুমি
প্রকাশ ঃ ২০০২,
নবজন্ম প্রকাশন, শিলিগুড়ি

*** এই কবিতাটি , শিলিগুড়ি থেকে প্রকাশিত “উত্তরবঙ্গ সংবাদ” এর রবিবারের পাতায় ২০১২ সালের আগস্ট মাসে , শিলিগুড়ির এক কবি আমার বই থেকে চুরি করে নিজের নামে হুবহু ছাপিয়ে  দেয়। ***