১. পুরো কলকাতা ঘুরে কোথাও কি
একটা চাকরি খুঁজতে পারনি- রমলা,
হঠাৎ তোমার ঠিকানা
ধর্মতলার ল্যাম্পপোস্ট হল কেন
২. দারিদ্র্য পুকুরে হাবুডুবু খেয়ে
না হয় ডুবে যেতে
যেখানে ডুবে গেছে আপনজন
তবুও তো পবিত্রতায় বাঁচত অস্থিভস্মটুকু
৩. রাতের অন্ধকারে যারা বিলিতি মদ
তোমার খোল-নলচে খুলে
মুড়ে দেয় রঙিন কাগজ
তাদের ঘরে এখনও তো রাত জেগে আছে
৪. তোমার কি মনে হয়নি- রমলা
তোমরাই পৃথিবীকে ঠেলে ঠেলে
ফেলে আসো হৃদয়হীন জলায়
অভিশাপ ভাঙার চেষ্টায় তোমরাই অভিশাপ
৫. কখনো কি ভেবেছ- রমলা
তোমার শরীরে আলো ফেলে ল্যাম্পপোস্ট
পুড়িয়েছে হাজার হাজার সংসার
‘তোমার ছায়াটা বড়ই গভীর- রমলা।‘
__________________________________
কাব্যগ্রন্থঃ পাখি নামের মেয়েটি
প্রকাশ ঃ মে, ২০০৪,
নবজন্ম প্রকাশন, শিলিগুড়ি