দীর্ঘদিন আলো আর বাতাসহীনতায়
কচিঘাস সাদা হয়ে গেছে
সবুজ গন্ধমাখা যৌবন
এখন বর্ণস্মৃতি ধূসর জীবনের
এখন শুধুই মনে পড়ে
পূর্ণিমা রাতের উদ্দাম আনন্দ-স্নান
উল্লাসে দুরু দুরু কাঁপা বুক
দেহের ভেতর বহমান শীত
প্রবল সবুজ যৌবনের রঙ
উড়ে আসা কোনও অনামি পঙ্গপাল
আর তার প্রথম চুম্বন।

দীর্ঘদিন আলো নেই
বাতাসও তো নেই
সবুজ নেই, উদ্দাম রাতের অানন্দ নেই
উল্লাস আর শীত
অথবা পঙ্গপালের গাঢ় চুম্বন।

__________________________________

কাব্যগ্রন্থঃ পাখি নামের মেয়েটি
প্রকাশ ঃ মে, ২০০৪,
নবজন্ম প্রকাশন, শিলিগুড়ি