চোখের ওপর হেঁটে যাচ্ছে পথ
যুগান্তরের ক্লান্তপথে রোদের প্রলেপ-
আমি পথটাকে দেখি। অপলক দেখি
যেমন দ্যাখে ল্যাম্পপোস্ট
হেলেপড়া জিয়াগাছ কিম্বা
বিজ্ঞাপনের ঊরুখোলা সুন্দরী,
হয়তো আমাকেই দ্যাখে, আমি চেয়ে চেয়ে পথ দেখি…
এই পথের শাখাপ্রশাখায় পদচিহ্ন
ভোরের আলো অথবা রাতের জ্যোৎস্নারা
হেঁটে গেছে কতকাল শিশির-সকাল
আমি পথের ওপরে পথটাকে পথিকের মত
চলে যেতে দেখি
চোখজুড়ে ধুলোর পাহাড়…