আমি এখানে নতুন। বাংলা কবিতা চর্চার এই ওয়েবসাইট বেশ ভাল লাগছে। ইচ্ছে হয়, যদি এমনটা হতো - আমি সারাদিন প্রচুর সময় পেতাম, প্রচুর কবিতা পড়তাম। এমনটা হয়না। কারণ, শুধু কবিতা দিয়ে জীবন চলে না।
এই লেখাটির অবশ্য অন্য উদ্দেশ্য আছে। আমি অ্যাডমিন এর কাছে একটা আবেদন / পরামর্শ রাখতে চাই।
"যদি এমনটা হতো, আমরা কবিদের কবিতা পড়ার সাথে সাথেই যদি পেতাম কবিকন্ঠে সেই কবিতার আবৃতি শোনার সুযোগ"!
অ্যাডমিন, একটু ভেবে দেখবেন কি ? দেখুন, যদি রেকর্ডেড ফাইল আপলোড করার মত কোন ব্যবস্থা করা যায়।
কি বলেন কবিবন্ধুরা !