কবির জন্ম ১৯৬৮ (ইং) সালের ১৮ই এপ্রিল পশ্চিমবঙ্গের শিলিগুড়ি শহরে। শৈশব কেটেছে রায়গঞ্জে। শিলিগুড়ির এক অনামী বিদ্যালয় থেকে মাধ্যমিক , এবং শিলিগুড়ি কলেজ থেকে বিজ্ঞান বিভাগে স্নাতক হন। ছোটোবেলা থেকেই কবিতা লিখছেন। জন্মসুত্রে কবি মারোওয়াড়ি। পড়াশোনা বাংলায়। প্রথম প্রকাশিত কবিতা ইংরাজিতে, কলেজ ম্যাগাজিনে ১৯৮৫ সালে। ইংরাজি, হিন্দি ও বাংলা, তিনটি ভাষাতেই লিখেছেন প্রচুর কবিতা।
প্রথম প্রকাশিত বাংলা কবিতা - মানসকন্যা, ১৯৯৩ সালে। বিভিন্ন পত্র-পত্রিকায় লিখেছেন নিয়মিত।

প্রথম কাব্যগ্রন্থ প্রকাশিত হয় ২০০২ সালে , 'কবিতার ছায়া নও বেদনার ছবি তুমি'
দ্বিতীয় কাব্যগ্রন্থ : পাখি নামের মেয়েটি , প্রকাশকাল ২০০৪। দুইটি গ্রন্থেরই প্রকাশক :নবজন্ম প্রকাশন।

বিভিন্ন সময়ে কবিকে সম্মানিত করা হয়েছে।
২০০৩ সালে - কবি সুকান্ত স্মারক সম্মান , প্রদান করা হয়।

ঠিকানাঃ
কমল নুহিয়াল
জ্যোতিনগর, ২্য় মাইল
সেভোক রোড
শিলিগুড়ি, পশ্চিমবঙ্গ, ভারত
পিনঃ ৭৩৪৪০১

https://www.facebook.com/kobikamalnuhiwal

Email: kamalnuhiwal@gmail.com