তোমাকে বিছিয়ে নিলাম    সাদাপাতা
কবিত্বের  ক্ষুধায় দাগ কাটছি হিজিবিজি  

তোমার শরীরের ওপর দিয়ে গড়িয়ে গেলো নদী  

কুমাই বাগানের পাহাড়ি ঝোরায়  
ইতস্তত পড়ে থাকা  পাথরগুলো     রকি আইল্যান্ড

দু'চারটে  জগদ্দল আমার ভেতরেও আছে
নড়ে না , নাড়ানো যায়ওনা-

আমার পাথরে হোঁচট খায়    জল
তোমার কবিতাগুলো  ঘোলাটে  মেঘময়...
ক্ষুধা আমাকে গ্রাস করছে   তরলীকৃত কাব্যতায় ।