অতঃএব, কুয়াশা যত গাঢ় হচ্ছিল
দূরত্বটাও বাড়ছে ক্রমশ,
শব্দের অনুরণন ক্রমে ক্রমেই ধাক্কা খাচ্ছে জলকণায়
মৌচাক থেকে চুইয়ে পড়ছে লবণ
স্বাদটুকুও বদলে যাচ্ছে সম্পর্কের তেঁতোতায়
এসব নিয়েই বয়ে যাচ্ছে জীবন-নদী…
আমাদের তবুও বিচ্ছিন্ন ভাবনায়
অদৃশ্য সুতো প্রসারিত হয়
বেঁধে রাখে কালের সকাল
যদিও ঘনতায় আলো খুঁজি
আর কিছু কিছু সম্পর্কের ভগ্নাবশেষ ।