ধিক্ ধিক্ করে জ্বলছে হোমাগ্নি ক্লান্ত-বুক
ছুঁড়ে দিচ্ছ দীর্ঘনিঃশ্বাস
আগুন বাড়িয়ে দিচ্ছে ঘৃত
ছাই হচ্ছে আত্মার অভিমান প্রতিনিয়ত
এভাবেই পেড়িয়ে যাচ্ছে রাতের দেয়াল
ফেলে রাখা কিছু পদচিহ্ন কিছু হামাগুড়ি
একটা অন্ধকারের ছবি ফুটে উঠছে ক্রমশ কালো ক্যানভাসে
আমি আগুনের তলা থেকে আধপোড়া স্বপ্ন
আমি জল ধুয়ে মেলে দিচ্ছি রোদ
আমি আমার ভেতরেই হোমের আগুন
আমাকে জড়িয়ে ধরছে অবজ্ঞার উদাসীন “ওঁ” …