একটা ঝড় বইছে          মৃদু-মৃদু
আশপাশ থেকে খড়কুটোর মত
সরে যাচ্ছে    একে একে

না চাইলেও    শিকড় আঁকড়ে পড়ে আছি
প্রতিদিনের ঝাপটাগুলো ত্বক ফুটো করে
             হৃৎপিণ্ডের আস্তরণে টোকা দেয় ….

তবুও আছি,

মনের দরজাগুলো বন্ধ করে       এককে আছি
থাকতেই হবে,

এই ঝড়ো বাতাসের শেষে
শেকড়-ছিন্ন হবই

আমিও মুক্ত হবই…