একটা বিকেল সৃষ্টি করলাম
নিখাদ সোনাঝরা     ঝিনুক-রোদ বিকেল
ঝিনুকের ভেতরেই মুক্তো মন

কোথায় যেন একটা জলধ্বনি শোনা যাচ্ছে
ভেতরে ভেতরেই একটা নদী
গভীর নিঃশ্বাস ছাড়ে -

বালুকাবেলার নগ্নতায় বহুবার
তৃষ্ণা মিটিয়ে ফিরে গেছে রোদ্দুর  

প্রতিদিন ধর্ষিতা হচ্ছে    ঝিনুক
     বাড়তে থাকে মুক্তোর ব্যাসার্ধ
     হয়তো খোলস ভাঙবে একদিন ...  

আমার সৃজিত বিকেলেই   নড়ে উঠলো ঝিনুকগর্ভ ।